এই উপলক্ষে মরহুমের নিজ গ্রামের বাড়ি নামা কাতলাসেন মিয়া বাড়ি (পাহলোয়ান খান পরিবার)তে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য মরহুম মু আবদুল হক খান জীবদ্দশায় সুদীর্ঘকাল আনন্দ মোহন কলেজ থেকে অবসর গ্রহনের পর ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ,মুক্তাগাছা শহীদ সৃতি কলেজ ও ময়মনসিংহ মহিলা কলেজের অদ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন।