উক্ত বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহাম পরিচালনা পর্ষদের সন্মানীত শিক্ষক শিক্ষিকা গত ৩১শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস* উপলক্ষে সারাদিন ব্যাপি খেলাধুলা, পুরুষ্কার, যেমন খুশী তেমন সাজো, আলোচনা সভা ও ৭১এর চেতনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এতে প্রধান অথিতির আসন অলংকৃত করেছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর জনাব হুমায়ুন কবির সাহেব ( ওমান প্রবাসীদের প্রতি যাঁর কর্মকান্ডে ইতিমধ্যে সবার অন্তরে স্হান করে নিয়েছেন) বিশেষ অথিতির আসনে ছিলেন গ্লোবাল এন, আর বি এসোসিয়েশনের সুযোগ্য সাধারণ সম্পাদক ও ওমানের বৃহত্তর মানবিক সংঘঠন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব, মানবিক পুরুষ, জনাব ইয়াছিন চৌধুরী সি, আই, পি সাহেব।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতির আসনে আরো ছিলেন বাংলাদেশ স্কুল সমুহের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব ইন্জিনিয়ার কাজী এমদাদ হোসেন সাহেব, বিশ্ব নন্দিত মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি ওমানের সাধারণ সম্পাদক, লায়ন ও প্রকৌশলী তাপস বিশ্বাস , এন আর বি এসোসিয়েশনের অর্থ সম্পাদক ও চট্টগ্রাম সমিতির সহ-সভাপতি ইন্জিনিয়ার আশরাফুর রহমান সি, আই, পি, ওমান একচেন্জ এর জেনারেল মেনেজার জনাব সোহেল রহমান বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার জনাব শরিফুল আলম, ফাইনেন্স ম্যানেজার জনাব আব্দুল হাকিম এতে আরো উপস্থিত ছিলেন সি, আই, পি সন্মানীত নেতৃবৃন্দ, সোহার বাংলাদেশ স্কুলের চ্যেয়ারম্যান, প্রিন্সিপাল, চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি মন্ডলী, যুগ্ম সম্পাদক মন্ডলী,ডক্টোর এশোশিয়েশন নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যাবসায়ীগন, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, স্কুলের পরিচালনা পর্ষদ, শিক্ষক মন্ডলী, অভিবাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ সহ অনেকে।
ইন্জিনিয়ার হাছানুজ্জমান হাছান সাহেবের সভাপতিত্বে উক্ত উনুষ্ঠানে প্রধান অথিতি ও বিশেষ অথিতি বৃন্দকে উত্তরীয় পড়ানো, বেইজ ও পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে সর্বোচ্চ সন্মাননা দেওয়া হয়। আলোচনা সভায় বিগত ১৪বৎসরে তিলে তিলে কমিউনিটির উদার মনের নেতৃবৃন্দগণ বাংলাদেশ স্কুল সাহামকে একটি আন্তর্জাতিক মানের স্কুলে পরিণত করার ডকুমেন্টারি দেখানোর মাধ্যমে, নিজস্ব নতুন ক্রয়করা ভূমিতে স্কুল নির্মাণে বাংলাদেশ সরকার, ওমানস্হ বাংলাদেশী প্রতিষ্ঠান ও কমিউনিটির নেতৃবৃন্দের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে নতুন স্কুল ভবনের স্হাপনা করার উপর জোড় দেওয়া হয়,বিশেষ অতিথির বক্তব্যে জনাব ইয়াছিন চৌধুরী সি আই পি মহোদয় বলেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজ ছাহাম একটি বাংলাদেশী জাতীয় ও কমিউনিটি প্রতিষ্ঠান এই স্কুল এন্ড কলেজকে প্রাতিষ্ঠানিক রুপদিতে প্রত্যেকটি প্রবাসী প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাতকে প্রসারিত করতে হবে, পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী, কূপন বিজয়ী পুরষ্কার ও নৈশভোজের মাধ্যমে সমাপ্তি হয়।
স্কুল পরিচালনা পর্ষদের নিরন্তর প্রচেষ্টার ফসল এই আদর্শ বাংলাদেশী জাতীয় শিক্ষা ক্যারিকুলামে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহাম।