১লা ফাল্গুনের সঙ্গে আজ যোগ হয়েছে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস। একই দিনে দুটি দিবসের আনন্দ ছুঁয়ে যাবে প্রাণে। বসন্তের এই দিনে হৃদয় উদার, উন্মুক্ত করতে হবে। বসন্তকে আজ বরণ করে নিতে হবে। চাদরমোড়া শীতকে বিদায় জানিয়ে এসেছে বসন্ত। এসেছে ফাগুন। সঙ্গে ভালোবাসা দিবসের উষ্ণ ছোঁয়া। যেনো কেউ কানে কানে বলে, চলো হারিয়ে যাই। বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের উৎসবের মাঝে এ উৎসব এখন গোটা বাঙালির কাছে ব্যাপক সমাদৃত হয়েছে।
এই উৎসব এখন প্রাণের উৎসবে পরিণত হয়েছে। আজ ১লা ফাল্গুনকে উপলক্ষ্য করে বন্দর নগরী চট্টগ্রাম সহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ এবারও বসন্তকে বরণ করে নিতে খোলা মাঠে উৎসব পালন করতে বলেছেন।নগরীর পাহাড়তলী শেখ রাসেল শিশু পার্কে দিনভর চলছে বসন্তের উৎসব।
দিনভর চলছে তরুণ-তরুণীদের বসন্তের উচ্ছ্বাস আর ভালোবাসা দিবসের আনন্দ। ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে শাস্ত্রীয় সংগীতের মাধ্যমে বসন্ত বন্দনা। এছাড়াও রয়েছে নানা অনুষ্ঠান। বসন্ত বরণ আর ভালবাসা দিবসে অন্যরকম রূপ পাবে বাঙালির প্রাণের মেলা।