বুধবার (১৯শে জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের সময় জীবননগর পৌর এলাকার নারায়নপুর মোড় থেকে তাকে গ্রেফতার করেন জীবননগর থানার এসআই আব্দুর রহিমসহ সঙ্গীয় অফিসার ফোর্স। বশির সরদার নারায়নপুর গ্রামের মৃত নিয়ামত সরদারের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।