অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক। সেমিনারে জাপানে দক্ষতা উন্নয়নে আইটিইই-এর ভূমিকা নিয়ে জাইকার আইটিইই বিষয়ক বিশেষজ্ঞ মি. আকিহিরো সোজি ( Akihiro SHOJI) এবং আইটিইই-এর প্রভাব ও গুরুত্ব নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইটিইই-এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম সারওয়ার। শুরুতে আইটিইই এবং বি-জেট নিয়ে ভিডিওচিত্র উপস্থাপন করেন আইটিইই প্রজেক্টের মানবসম্পদ বিশেষজ্ঞ জনাব হাসান আহমেদ শরীফ। সেমিনারে সিএসই বিভাগের শিক্ষকমণ্ডলীসহ তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।