জেলা পরিসংখ্যান কার্যালয়ের সূত্র থেকে জানা যায় , ১৪ তারিখ রাত ১২ টা থেকে ভাসমান মানুষের তথ্য সংগ্রহের মধ্যদিয়ে শুরু হয়েছে জনশুমারির কাজ । এবারের শুমারিতে একজন মানুষের কাছ থেকে মোট ৩৫ ধরনের তথ্য নেওয়া হচ্ছে । কোনও পরিবারের সদস্য বিদেশে থাকলে তাকেও গণনায় অন্তর্ভুক্ত করা হবে । সবশেষ ২০১১ সালের জনশুমারি মতে রাঙামাটিতে জনসংখ্যা ছিল ৫ লাখ ৯৫ হাজার ৯৭৯ জন ।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ – পরিচালক মো . নুর উজ জামান জানান , একজন গণনাকারী প্রতিটি খানার তথ্য নিয়ে তার ট্যাবে থাকা প্রশ্নপত্র পূরণ করবেন । প্রতিটি প্রশ্নপত্র পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ডাটা সেন্টারে জমা হবে । সেখান থেকে পরিসংখ্যান ব্যুরোর ডাটা সেন্টারে জমা হবে । জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পের আওতায় গৃহের সংখ্যা ও ধরন , বাসস্থানের মালিকানা , খাবার পানির প্রধান উৎস , টয়লেটের সুবিধা , বিদ্যুৎ সুবিধা , রান্নার জ্বালানির প্রধান উৎস এসব তথ্যও সংগ্রহ করা হবে । এর মাধ্যমে প্রবাসীদের সঠিক সংখ্যা এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের সংখ্যা জানা যাবে বলে সরকারের তরফে জানানো হয়েছে ।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।