আজ বলছি এমনি এক ভয়ংকর চাঁদাবাজের কথা যাকে গতকাল রাতে জিএমপি পুলিশ কমিশনার এর অপরাধ জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডিসি অপরাধ দক্ষিণ এর, এডিসি, এসি মহোদদের সুপরিকল্পিত নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ জনাব শাহ আলমের তত্ত্বাবধায়নে টঙ্গীর অন্যতম ত্রাস, চাঁদাবাজ রিপন ওরফে হোন্ডা রিপন কে গ্রেফতার করেন টঙ্গী পশ্চিম থানার এসআই শুভ মন্ডল ও সঙ্গীয় অফিসার এবং সঙ্গীয় ফোর্স। পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
সারাদিন হোন্ডায় ঘুরে এবং হোন্ডায় বসে সাঙ্গপাঙ্গদের দিয়ে এবং নিজে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করায় এলাকায় সবাই এই রিপন কে হোন্ডা রিপন হিসেবেই চিনে। নিরীহ গার্মেন্টস কর্মী,ক্ষুদ্র ব্যবসায়ী মানুষদের ফিটিং দিয়ে সুকৌশলে তাদের থেকে চাঁদা আদায় করে এবং মারধর করে।