আজ (বৃহস্পতিবার) রাজধানীর কোনাপাড়া, ডেমরা, রায়েরবাগ, যাত্রাবাড়ি, ফার্মগেট, কুড়িল, বাড্ডা, মতিঝিল সহ বিভিন্ন এলাকা ঘুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র এই কার্যক্রম লক্ষ্য করা গেছে । কিছু জায়গায় কয়েকটি আইটেমের খাদ্য সামগ্রী যেমনঃ ২ কেজি করে ডাল, পেঁয়াজ, চিনি ও সয়াবিন তেল ছিল, যার প্যাকেজ মূল্য ৫১০/- টাকা ধার্য করা হয়েছে ।
কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায় যে উল্লেখিত পণ্যসমূহের দাম বাজারের দামের তুলনায় ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত সাশ্রয়ী হবে । গত ১০-১৫ দিন যাবত টিসিবি’র মাধ্যমে এই ট্রাকসেল কার্যক্রম চলছে এবং বাজারে দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত থাকবে এমনটাই বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবি’র এক এজেন্ট কর্মকর্তা ।