আজ সোমাবার সকাল ১০ঘটিকার সময় গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, মুক্তিযোদ্ধা আবুল কালাম সামসুদ্দিন সানু ঢালী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সালমা ওয়াহিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আঃ কাদের বিশ্বাস, বিআরডিবি অফিসার শিবলী,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক সরদার মুঃ শাহআলম, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন, ফৌজিয়া হোসেন বেগম, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, চেয়ারম্যান, বিভিন্ন অফিসের কর্মকর্তা, পত্রপতিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।