আসামি মামুন মিয়া উপজেলা সদরের দোকানটুলা গ্রামের আমিরুল ইসলামের পুত্র।বানিয়াচং থানা সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ এমরান হোসেনের দিক নির্দেশনায় এএসআই সাদ্দাম হোসেন, এএসআই তোহা এর সংগীয় ফোর্সের সহায়তায় শায়েস্তাগঞ্জ থানা এলাকার হাসপাতাল রোড হতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসময় অভিযান পরিচালনা করে তাঁকে দায়রা ৫১২/১৫, সিআর ১১১/১৪ (বানিয়াচং) মামলায় তাঁকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন জানান, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। তিনি আরো বলেন, সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।