সংবাদ পেয়ে টিম কোতোয়ালীর পুলিশ সদস্যগণ ঘটনাস্থলের আশেপাশে থাকা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসকারদিঘী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই/বাবলু কুমার পাল সঙ্গীয় অফিসারদের সহায়তায় ০৭ ঘন্টার মধ্যে অভিযুক্ত মোঃ রিপন (২৫) কে রিয়াজউদ্দিনস্হ কাঁচা বাজার হতে গ্রেফতার করে। আঘাতের কাজে ব্যবহৃত ভাঙ্গা কাচেঁর টুকরো জব্দ করা হয়।