রাজধানীর ডেমরায় কোনাপাড়া এলাকার আল আমিন রোড সংলগ্ন এশিয়াটিক শপিং মলের সামনে বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটিতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সবকিছু ভালো করে চেক করার প্রস্তুতি নিয়েছেন।শনিবার রাত ৯.৩০টার সময় রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় এলাকাবাসী জানান রোডটি সময় জ্যাম থাকার কারণে ফায়ার সার্ভিসের আসতে দেরি হয়।