সুখ নাইরে পাগল রচনা ও পরিচালনা অনিক বিশ্বাস নাটকের গল্পে দেখা যাবে এক দম্পতি এবং এক প্রেমিক প্রেমিকার মধ্যে সারাক্ষণই ঝগড়া লেগে থাকে। ওরা কেউ কাউকেই ছেড়ে থাকতে পারেনা অথচ কাছে এলেই ঝগড়া করে। সব কিছুতেই তারা শুধু সুখ খুজে বেড়ায় কিন্তু সুখ পায়না। গল্পের কাহিনি এভাবেই গড়ে উঠেছে।
নাটিকটিতে অভিনয় করেছে শাহারিয়ার শুভ, দোলন দে, সিয়াম নাসির, সামিনা বাসার, সাহিল মাহমুদ, রাজ সাগর, অরন্য সহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছে ভিন্টেজ মাল্টিমিডিয়া। নাটকটি আসছে শনিবার ৩ ই জুলাই রাত ৮টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে।