সাম্প্রতিক আলভী আল বেরুণী “আজ পাশা খেলাবো রে শাম” নামে একটি বিখ্যাত গানে কাজ করেছেন। যা শেখ সাদি গেয়েছিলেন এবং আলভী ছিলেন সেই গানের সংগীত পরিচালক।
দীনোহিনের সুর, আলভী স্টুডিওতে মিশ্রিত, দিকনির্দেশনা, সম্পাদনা করেন রকিব আহম্মেদ, পোশাক তৈরি করেছেন মাহফুজ টুটুল এবং মেকআপ ফেরদৌস হাসান।
২০ মে পোস্ট করা হয়েছে গানটি।
এই গানটি টিকটক, ইউটিউব এবং ফেসবুকে ভাইরালও হয়েছিল। এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এবং লোকেরা নতুন করে গানটি উপভোগ করছে।